নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর মুগদায় বাসার ভেতরে গ্যাস লিকেজে আগুন লেগে একই পরিবারের ৪জন দগ্ধ হয়েছেন। ধারণা করা হচ্ছে, সিলিন্ডার লিকেজ থেকে বাসায় জমে থাকা গ্যাসের আগুনে তারা দগ্ধ হয়েছেন।
আজ সোমবার (২২ নভেম্বর) সকালে ৮টার দিকে দক্ষিণ মুগদা মাতব্বরগলির ৩৭ নম্বর পাঁচ তলা বাড়ির নিচতলায় আগুন লাগার এ ঘটনা ঘটে। পরে প্রতিবেশীরা দগ্ধ ৪জনকে দ্রুত উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করেছেন।
দগ্ধরা হলেন, সুধাংশু বৌদ্ধ (৩৫), তার স্ত্রী প্রিয়াংকা বারৈ (৩২), একমাত্র ছেলে অরুপ বৌদ্ধ (৫) ও শ্বাশুড়ি শেফালী রাণী বারৈ (৫৫)।
মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর বিয়ষটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিস্ফোরণে বাসার অধিকাংশ জিনিসই পুড়ে গেছে। জানলার গ্লাসও ভেঙে গেছে। ধারণা করা হচ্ছে, রাতে গ্যাসের চুলা চালু করা ছিল। ফলে রান্না ঘরে গ্যাস জমে ছিলো। দিয়াশলাই জ্বালাতেই সেই গ্যাস বিস্ফোরণ হয়েছে।
দগ্ধ প্রিয়াংকার বড় ভাই পলাশ বারৈ জানান, সকালে ঘুম থেকে উঠে প্রিয়াংকা পানি গরম করতে রান্না ঘরে যান। গ্যাসের চুলা চালু করে দিয়াশলাই জ্বালাতেই রান্না ঘরে বিস্ফোরণ হয়। এতে গ্রামের বাড়ি থেকে আসা তার বোনের পরিবারের ৩ জন সহ শেফালী রাণী দগ্ধ হন। প্রতিবেশীদের সাহায্যে তাদের সাথে সাথে হাসপাতালে নেওয়া হয়।