ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে রাজধানীর মিরপুরে চলন্তিকা মোড়ের বস্তির ৫ শতাধিক ঘর। ফায়ার সার্ভিসের ২০ ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে।
স্থানীয়রা জানায়, আগুনের তীব্রতা আশপাশের কয়েকটি ভবনে ছড়িয়ে পড়েছে। তবে ভবনগুলো থেকে বাসিন্দাদের এরই মধ্যে সরিয়ে নেয়া হয়েছে।
এদিকে, পানি সংকটের কারণে আগুন নেভাতে হিমশিমে খেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীেদের।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোলরুমে দায়িত্বরত কর্মকর্তা এরশাদ জানান, সন্ধ্যায় মিরপুরে রূপনগর থানার পেছনের বস্তিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট সেখানে গিয়ে তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। সঙ্গে পুলিশ সদস্য ও এলাকাবাসী কাজ করছেন।
ঘটনাস্থল থেকে সময় সংবাদের প্রতিবেদক জানিয়েছেন, পুরো বস্তিতেই আগুন জ্বলছে। বস্তির বেশিভাগ অংশ ইতোমধ্যে পুড়ে ছাই হয়ে গেছে। বস্তির আশপাশের ভবন থেকে বাসিন্দারা মালামাল নিয়ে বের হয়ে আসছে। তবে, আগুনের তীব্রতা খানিকটা কমেছে।