বকেয়া বেতনের দাবিতে রাজধানীর বাড্ডায় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা রাস্তায় নেমে বিক্ষোভ করছেন।
আজ বুধবার (১৫ এপ্রিল) সকাল নয়টায় এ বিক্ষোভ শুরু হয়।
পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী বলেন, বাড্ডার প্রধান সড়কের পাশের হল্যান্ড সেন্টারের সামনে সকাল ৯টা থেকে বিক্ষোভ শুরু করেন শমসের রিজিয়া সেন্টার গার্মেন্টসের শ্রমিকেরা। গার্মেন্টস কর্তৃপক্ষ আগামী ২০ তারিখের মধ্যে বেতন দিতে চেয়েছেন। তবে শ্রমিকেরা আজই বেতন চান।
সুদীপ কুমার চক্রবর্তী বলেন, বিষয়টি সমাধানের জন্য শ্রমিকদের একটি প্রতিনিধি দল এখন মালিকদের সঙ্গে আলোচনায় বসেছে। সেখানে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রতিনিধি ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরও আছেন।