মোঃ মোস্তাফিজুর রহমান, ঢাকাঃ আর মাত্র একদিন পরেই পবিত্র ঈদুল আযহা। ইসলাম ধর্মালম্বী মানুষের ২য় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা। ত্যাগের মহিমায় উদ্ভাসিত এ উৎসবে মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তাদের প্রিয় বস্তু অর্থাৎ পশু কোরবানি করেন। আগামী ২১ জুলাই বুধবার দেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে।নিজেদের সাধ্যমত কোরবানির পশু কিনতে তাই হাটে ছুটছেন ধর্মপ্রাণ মানুষ। আর তাই বৃষ্টি থাকা সত্ত্বেও ঈদুল আযহাকে সামনে রেখে জমে উঠেছে রাজধানীর সব পশুর হাটগুলো। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে হাটে তোলা হচ্ছে বিভিন্ন জাতের গরু, মহিষ, ছাগল আর ভেড়া। ক্রেতা বিক্রেতার আনা গোনায় মুখরিত হয়ে উঠেছে সব হাটগুলো।আর এবার রাজধানীর গাবতলী হাটে উঠেছে একটি মাত্র উট যার দাম ধরা হয়েছে ২০ লাখ টাকা।
এদিকে আজ সোমাবার (১৯ জুলাই) বিকেলে সরেজমিনে রাজধানীর দক্ষিণখানের কাওলায় অবস্থিত শিয়ালডাঙ্গা সংলগ্ন আশিয়ান সিটির কোরবানির হাট জমজমাট হয়ে উঠেছে। হাটে দেখা যাচ্ছে অনেক ক্রেতাদের ভিড়। বাংলাদেশের বিভিন্ন প্রান্তের গরু নিয়ে আসা হচ্ছে এই হাটে। তাই দূর দুরান্ত থেকে নিজেদের পছন্দের কোরবানির পশুটি নিতে আসছেন ক্রেতারা। তবে করোনার এই ক্রান্তিকালে গরুর যেমন দাম পাচ্ছেন না বিক্রেতা, তেমনি সন্তুষ্ট নন ক্রেতাগনও। অনেকেই আবার কিনে নিয়ে যাচ্ছেন পছন্দের গরু।তবে সবকিছু মিলিয়ে হাট বেশ জমে উঠেছে এমনটাই দাবী করছেন এই হাটে আসা ক্রেতা বিক্রেতারা। এখনো ট্রাক ভরে গরু আসছে এই হাটে। সকাল ৮ টার একটু আগেও গরু বোঝাই ট্রাক হাটে প্রবেশ করছে। দেশের প্রত্যন্ত এলাকা থেকে ট্রাকে ট্রাকে হাটে আসছে গরু-মহিষ ও ভেড়া-ছাগল।
অন্যদিকে, এবার আশিয়ান সিটির এই কোরবানির হাটে স্বাস্থবিধি মানার উপরে বেশ জোর আরোপ করা হয়েছে। হাটে ঢুকতে প্রধান গেইটে স্বেচ্ছাসেবক দল মাস্ক ছাড়া কাওকেই হাটে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। গেইটের পাশেই করা হয়েছে সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা। রয়েছে গেইটে তাপমাত্রা মাপার যন্ত্র। তাছাড়াও স্বেচ্ছাসেবকদের হাটে ঘুরে ঘুরে সবাইকে মাস্ক পরে থাকতে উৎসাহিত করতে দেখা গেছে। চলছে জনসচেতনতামূলক মাইকিং।
এছাড়া হাটে রয়েছে করোনা সুরক্ষা কর্ণার, রয়েছে জাল নোট সনাক্ত করনের বুথ। সার্বিক ব্যবস্থাপনায় এই হাটটি রাজধানীর সেরা কোরবানীর পশুর হাটে পরিনত হয়েছে।