রাওয়ালপিন্ডি ক্রিকেট উইকেট যেন ব্যাটিং স্বর্গ। সেই স্বর্গে পাকিস্তানের বিপক্ষে নিজের ইচ্ছেমত ইনিংস সাজাচ্ছেন মুশফিকুর রহিম। সেঞ্চুরি হাঁকানোর পর ১৫০ রানের ঘর পেরিয়ে মুশফিক পা বাড়িয়েছেন ডাবল সেঞ্চুরির পথে। এ পথে তাকে সাহায্য করছেন মেহেদী হাসান মিরাজ। এই ব্যাটারও এরইমধ্যে ফিফটি তুলে নিয়েছেন। এক ইনিংসে যা বাংলাদেশের পঞ্চম ফিফটি। মি. ডিপেন্ডেবল মুশফিকের ব্যাটে চড়েই পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে লিডের দেখা পেয়েছে বাংলাদেশ। এই ইনিংস খেলার পথেই তামিম ইকবালকে ছাড়িয়ে বিদেশের মাটিতে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন।
রাওয়ালপিন্ডিতে ৮৯তম টেস্ট খেলতে নামা মুশফিক ১৬৪ ইনিংসে এখন ১১টি সেঞ্চুরির মালিক। ১৩৪ ইনিংসে ১০টি সেঞ্চুরি তামিমের। ১১৫ ইনিংসে ১২ সেঞ্চুরিতে সবার ওপরে মুমিনুল হক।
মুশফিক গড়েছেন আরেকটি কীর্তি। দেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রান পূর্ণ করেছেন । তামিম ইকবালের মোট সংগ্রহ ১৫ হাজার ১৯২ রান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত চতুর্থ দিনের দ্বিতীয় সেশন শেষে ৭ উইকেটে ৫২৮ রান করেছে বাংলাদেশ। লিড ৮০ রানের।
টেস্টে বিদেশির মাটিতে ৩০ ম্যাচে ২ হাজার ৩২৯ রান করেছেন তামিম। তাকে আজ টপকে যান মুশফিক। ৩৬ টেস্ট খেলে এখন পর্যন্ত ২ হাজার ৩৬৩ রান করেছেন ডানহাতি এই ব্যাটার। এই তালিকার তিনে হাবিবুল বাশার (১৬৩৭), চারে সাকিব আল হাসান (১৫৪১) ও পাঁচে আছেন মোহাম্মদ আশরাফুল (১৫১৮)।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম