রংপুরের পীরগঞ্জে মাহিন্দ্রা ট্রাক্টরচাপায় এক বৃদ্ধা ও ব্যাটারিচালিত ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। তাদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) বিকেলে পীরগঞ্জ উপজেলার নবাবগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-পীরগঞ্জ উপজেলার ছাতুয়া গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে ও ভ্যানচালক আব্দুর রহমান (৫৫) এবং একই উপজেলার বিছনা গ্রামের আব্দুর রহিমের স্ত্রী ফাতেমা বেওয়া (৭৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র থেকে জানা গেছে, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে ব্যাটারিচালিত চার্জারভ্যানে যাত্রী নিয়ে খালাশপীর থেকে বাড়ি ফিরছিলেন ভ্যানচালক আব্দুর রহমান। পথে উপজেলার গোপীনাথপুর নামক স্থানে পৌঁছালে তার চার্জারভ্যানকে পেছন থেকে চাপা দেয় একটি মাহিন্দ্রা ট্রাক্টর। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক আব্দুর রহমানের মৃত্যু হয়। পরে ওই ঘটনায় গুরুতর আহত ভ্যানের যাত্রী ফাতেমা বেওয়াকে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। একপর্যায়ে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।
পুলিশ দুর্ঘটনাস্থল থেকে মাহিন্দ্রা ট্রাক্টরটি জব্দ করেছে। তবে ট্রাক্টরচালক ও তার সহকারী পলাতক রয়েছে।
পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী চালকের বিরুদ্ধে মামলা হয়েছে।
আজ ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | বিকাল ৩:৪৩ | শনিবার
ডিবিএন/এসই/ এমআরবি