কাজের প্রয়োজনে আজকাল কমবেশি সবাইকে বাড়ির বাইরে বের হতে হয়। সারাদিনের রোদ-ঘাম-দূষণে ত্বকের সবথেকে বেশি ক্ষতি হয়। অনেকেই বাড়ি ফিরে ক্লান্ত হয়ে ঠিকমতো ফেসওয়াশ দিয়ে মুখও পরিষ্কার করেন না। প্রতিদিন সাধারণ এই নিয়ম না মেনে ফেসিয়াল, ব্লিচ করলে ত্বক মোটেই ভালো থাকে না, এতে ত্বক নিষ্প্রাণ হয়ে যায়। ত্বকে কালো ছোপ পড়ে, ত্বকে বয়সের ছাপ পড়ে যায়।
আর তাই ফেসিয়াল না করে বাড়িতেই বানিয়ে নিন বয়স কমাবার দুটি দুর্দান্ত ফেসপ্যাক। উপকরণ যা লাগবে তা আপনার ঘরেই থাকে সবসময়। ভ্যাসলিন, টুথপেস্ট, নারকেল তেল আর অ্যালোভেরা জেল যে ত্বকের জন্য এত ভালো হতে পারে তা এই ভাবে ব্যবহার না করলে বুঝতেই পারবেন না।
জেনে নিন এসব উপকরণ দিয়ে সহজেই দুটি ফেসপ্যাক বানানোর পদ্ধতি-
ফেসপ্যাক-১ঃ প্রথমেই একটা বাটিতে সাদা যে কোনও টুথপেস্ট খুব সামান্য নিয়ে তার মধ্যে ছোট চামচের হাফ চামচ পেট্রোলিয়াম জেলি নিতে হবে। এই দুই উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশলে একটা ক্রিম তৈরি হবে। এবার পানি দিয়ে মুখ ধুয়ে নিয়ে হালকা মুছেই এই ক্রিমটা ১০-১৫ মিনিট মুখে লাগিয়ে রাখতে হবে। এবার কুসুম গরম পানিতে সুতির তোয়ালে ভিজিয়ে মুখ মুছে ফেলতে হবে। মুখের কালো ছোপ তুলে দিতেও এই প্যাক ভালো কাজ করে। আর ভেসলিন থাকায় মুখ অনেক বেশি নরম থাকে। যে কারণে মুখে বয়সের ছাপ পড়ে না। বজায় থাকে মুখের আর্দ্রতা।
ফেসপ্যাক-২ঃ আধা চামচ নারকেল তেলের মধ্যে আধা চামচ অ্যালোভেরা জেল ভালো করে মিশিয়ে নিতে হবে। শুকনো মুখে এই দুই এর মিশ্রণ লাগিয়ে নিতে হবে। এতে ত্বক গ্লোয়িং হবে, নরম থাকবে সঙ্গে বয়সের ছাপ একেবারে মুছে দেবে।
আজ ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | দুপুর ২:০৬ | শনিবার
ডিবিএন/এসই/ এমআরবি