যুদ্ধবিরতি শেষে অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। গত ৭ দিনের অস্থায়ী যুদ্ধবিরতি শেষে শুক্রবার (১ ডিসেম্বর) হামলা করে ইসরায়েল। এতে অন্তত ১৮০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন এক হাজারের মতো বেসামরিক মানুষ।
স্থানীয় সময় শুক্রবার (১ ডিসেম্বর) সকাল থেকে শুরু হয় এ হামলা।
হামাস ও ইসরায়েলের মধ্যে এক সপ্তাহ ছিল যুদ্ধবিরতির চুক্তি। প্রথমে ৪ দিন বিরতি দিয়ে বন্দি বিনিময় চুক্তি হলেও পরে তা দুই দফায় আরও ৩ দিন বাড়ানো হয়। তবে নতুন করে সময়সীমা বৃদ্ধি না হওয়ায়- এক সপ্তাহ পর শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টায় যুদ্ধবিরতি শেষ হয়ে যায়। এরপরই গাজার খান ইউনুস এলাকায় ব্যাপক বোমা হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। ফলে গাজার আকাশ ধোঁয়ায় ভরে যায়। এ সময় সেখানের বাসিন্দারা ঘরের বাইরে চলে আসেন।
গাজার স্বাস্থ্য কর্মীরা জানান, যুদ্ধবিরতির পর ইসরায়েলের হামলায় ১৮০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫৮৯ জন। এ ছাড়া ২০টি বাড়ি ধ্বংস করা হয়েছে।
এদিকে হামাস দাবি করেছে, যুদ্ধবিরতি শেষ হওয়ার পর তারা ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত হয়েছে। এ ছাড়া ইসরায়েলের কয়েকটি শহরে রকেট হামলা চালানোর দাবিও করেছে তারা।
উল্লেখ্য, হামাস গত ৭ অক্টোবর ইসরায়েলে এক নজিরবিহীন হামলা চালায়। জবাবে ওইদিনই পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। ফিলিস্তিনের সরকারি তথ্যমতে, গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়ে গেছে। যাদের মধ্যে ৬ হাজার ১৫০ জন শিশু এবং ৪ হাজার নারী রয়েছেন। আর কাতার ও মিশরের মধ্যস্থতায় হামাস-ইসরায়েল সংঘাত শুরুর ৪৮ দিন পর গত ২৪ নভেম্বর থেকে যুদ্ধবিরতি শুরু হয়।
সূত্র: বিবিসি, আল-জাজিরা।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ৯:৩০ | শুক্রবার
ডিবিএন/এসই/এমআরবি