মার্কিন সরকার যে অপরাধযজ্ঞ করে বেড়াচ্ছে তার পরিণতি হচ্ছে- বিমানবাহী যুদ্ধজাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড। এমনটাই মন্তব্য করেছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি।
জেনারেল কায়ানি শীর্ষ পর্যায়ের কমান্ডারদের এক বৈঠকে দেয়া বক্তৃতায় এসব কথা বলেন। মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস বোনহোম রিচার্ডে বিস্ফোরণ ও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার দিকে ইঙ্গিত করেন তিনি। এজন্য তিনি দোষীদের খুঁজে বেড়াতে আমেরিকার জনগণকে সময় অপচয় না করার আহ্বান জানান।
জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় কাউকে অভিযুক্ত করার প্রবণতা বন্ধ করার কথাও বলেন জেনারেল কায়ানি। তিনি বলেন, এটা এমন এক আগুন যা তাদের নিজেদেরকেই পুড়িয়ে মারবে। তিনি বলেন, “এই ঘটনা তোমাদের নিজেদের অপরাধের জবাব।
আল্লাহ তোমাদের অপরাধের সাজা দেয়ার জন্য তোমাদের নিজেদের হাত কাজে লাগিয়েছেন। আমেরিকায় আজ যা ঘটছে তা হলো মার্কিন প্রশাসনের কর্মকাণ্ড, আচরণ ও বর্বরতার সরাসরি ফল।”
ইরানের এ জেনারেল আরো বলেন, আগামী দিনগুলোতে ইহুদিবাদী ইসরাইল ও আমেরিকাকে কঠিন সময় পার করতে হবে। তোমাদের জন্য অনেক কঠিন সময় ও নানা ঘটনা অপেক্ষা করছে।