যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরের একটি বাড়িতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত একজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তিন জনকে। এছাড়া বিস্ফোরণে অনেকে আটকা পড়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
বাল্টিমোর শহর অগ্নিনির্বাপণ বিভাগের জনসংযোগ কর্মকর্তা এই বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেছেন।
বিস্ফোরণে এক নারীর মৃত্যু ছাড়াও শিশুসহ আরও অনেক মানুষ আটকা পড়েছে বলে এক টুইট বার্তায় জানিয়েছে অগ্নিনির্বাপণ কর্মীদের স্থানীয় একটি ইউনিয়ন। তার ঘটনার একটি ভিডিও পোস্ট করেছে।
ওই ভিডিওতে দেখা গেছে, দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো মানুষজন বিস্ফোরণে বিধ্বস্ত বাড়ির ভাঙাচোরা অংশের মধ্যে আটকাপড়াদের খোঁজ করছেন। অগ্নিনির্বাপণকর্মীরা তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। যাদের অবস্থা আশঙ্কাজনক। উদ্ধার অভিযান চালাচ্ছে বাল্টিমোরের বিশেষ উদ্ধারকারী দল।
বিস্ফোরণের প্রকৃত কারণ এখনো জানা যায়নি। এ বিষয়ে বাল্টিমোর ফায়ার বিভাগের মুখপাত্র ব্লাইর অ্যাডামস বলেছেন, ‘এখনো পরিস্কার নয় যে ঠিক কি কারণে এই বিস্ফোরণ ঘটেছে। আমরা বিস্ফোরণের প্রকৃত কারণ খুঁজে বের করার চেষ্টা করছি। উদ্ধারকাজ সব সময়ই শ্রমসাধ্য। বিস্ফোরণটা ভয়াবহ ছিল। পুরো বাড়ি ভস্মিভূত হয়েছে। কয়েক টন ধ্বংসাবশেষ পরিস্কার করা হচ্ছে। ধারনা করা হচ্ছে গ্যাস লাইন থেকে গ্যাস নির্গত হয়ে ঘটে থাকতে পারে এই বিস্ফোরণ।’ সুত্রঃ সিবিএস নিউজ।