আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের টেনিসি অঙ্গরাজ্যের মেমফিসে গাড়ি চালিয়ে ফেসবুক লাইভে থেকে ৪ জনকে গুলি করে হত্যা করেছে ১৯ বছর বয়সী এক বন্দুকধারী। কয়েক ঘণ্টা ধরে ওই হামলা চালান বন্দুকধারী ব্যক্তি। পরে অবশ্য তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মেমফিস পুলিশের মুখপাত্র কারেন রুডলফ বলেন, বন্দুক হামলার ঘটনায় ১৯ বছর বয়সী এজেকিয়েল কেলিকে কাস্টডিতে নেয়া হয়েছে।
বৃহস্পতিবার পুলিশ ডিরেক্টর সেরিলিন সিজে ডেভিস এক সংবাদ সম্মেলনে বলেন, মেমফিসজুড়ে ৭টি স্থানে হামলা চালায় কেলি। এ ঘটনায় ৪ জন নিহত এবং ৩ জন আহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১২টা ৫৬ মিনিটে শুরু হওয়া ওই হামলা চলে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত।
পুলিশ ডিরেক্টর আরো বলেন, কমপক্ষে ৮টি স্থানে অপরাধ সংঘটন হয়েছে। ৭টি স্থানে গুলির ঘটনা এবং একটি স্থানে গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, হামলার ঘটনা ফেসবুকে লাইভ করেন ঘাতক কেলি।
খবরঃ সিবিএস নিউজের।