মেক্সিকো উপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ইডালিয়া শক্তি বৃদ্ধি অব্যাহত রেখেছে। ঘণ্টায় ১২০ মেইল বেগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলের দিকে এগোচ্ছে।
শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়টি ক্রমশ এগিয়ে আসছে ফ্লোরিডার সমুদ্র সৈকতের দিকে। ঝড়টি সরাসরি সাউথ ক্যারোলিনা সমুদ্র সৈকতে এসে আঘাত করতে পারে বলে মনে করা হচ্ছে। ফলে সেখানে লাল সতর্কতা জারি হয়েছে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হ্যারিকেন সেন্টারের তথ্যমতে, ইডালিয়া বুধবার সকালের দিকে ক্যাটাগরি ২ শক্তিশালী ঝড় হিসেবে ফ্লোরিডার বিগ বেন্ড উপকূলে আছড়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এটি বিগ বেন্ড অঞ্চলে আঘাত হানা ক্যাটাগরি ৩ বা তার চেয়েও শক্তিশালী প্রথম বড় কোনো ঝড় হতে পারে।
ফ্লোরিডার পশ্চিমাঞ্চলীয় উপকূলে পরিস্থিতি ইতোমধ্যেই খারাপ হতে শুরু করেছে। সমুদ্রের পানি তীরে আসছে, মাদেইরা সমুদ্র সৈকত থেকে ফোর্ট মায়ার্স বিচ পর্যন্ত উপকূলীয় সড়কগুলো হ্রদে পরিণত হচ্ছে, বৃষ্টি হচ্ছে এবং ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে।
ফ্লোরিডার তালাহাসি শহরের জাতীয় আবহাওয়া পরিষেবা কার্যালয় বলেছে, এটি রাজ্যের এই অঞ্চলের জন্য একটি অভূতপূর্ব পরিস্থিতি তৈরি করেছে।
তালাহাসির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বিগ বেন্ডের টেলর কাউন্টি শেরিফের অফিস জানায়, প্রাণহানি ও বিপর্যয়কর ধ্বংসযজ্ঞের প্রচণ্ড আশঙ্কা রয়েছে।
উপকূল থেকে বহু মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। উদ্ধারকারী দলকে তৈরি রাখা হয়েছে। ফ্লোরিডা, জর্জিয়া এবং সাউথ ক্যারোলিনার প্রায় ২০ লাখ মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। ডিসান্টিস মঙ্গলবার সন্ধ্যায় বিগ বেন্ডের বাসিন্দাদের উদ্দেশে বলেন, ‘কেউ কেউ পিছিয়ে থাকছেন। আপনাদের সত্যিই এখন যেতে হবে। এখনই সময়।’
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, তিনি ফ্লোরিডার গভর্নর রন ডিস্যানটিসের সঙ্গে যোগাযোগ রাখছেন। রন ডিস্যানটিস রিপাবলিকানদের হয়ে ২০২৪ সালের নির্বাচনের প্রার্থীও বটে। রিপাবলিকান শিবিরে ট্রাম্পের পর দ্বিতীয় জনপ্রিয় ব্যক্তি তিনি।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম