যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কিং সিটিতে একটি আবাসিক ভবনের সামনের খোলা চত্বরে পার্টি চলাকালে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। খবর এবিসি নিউজের।
স্থানীয় সময় রোববার (৩ মার্চ) সন্ধ্যায় ওই পার্টি চলাকালে হঠাৎই গাড়িতে করে মাস্ক পড়া অজ্ঞাত বন্দুকধারীরা ঘটনাস্থলে উপস্থিত হয়। তারা পার্টির লোকজন লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনজন প্রাপ্তবয়স্ক পুরুষ মারা যান। গুলিবিদ্ধ এক নারীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।
কিং সিটি পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধ আরও তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিং সিটির ওই আবাসিক ভবনের সামনে গুলির ঘটনায় তদন্ত চলছে। পলাতক হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | দুপুর ২:৫৩ | শুক্রবার
ডিবিএন/এসই/ এমআরবি