আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের টেক্সাসের সান আন্তোনিও শহরে লরির ভেতর থেকে অন্তত ৪৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলি অভিভাসনপ্রত্যাশীদের হতে পারে বলে ধারনা করা হচ্ছে। আজ মঙ্গলবার (২৮ জুন) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
টেক্সাস রাজ্যের গভর্নর গ্রেগ অ্যাবট বলেছেন, এটি মার্কিন-মেক্সিকো সীমান্তে মানব পাচারের সাম্প্রতিকতম ঘটনাগুলোর মধ্যে একটি। আর এর জন্য প্রেসিডেন্ট বাইডেনের নীতি দায়ী বলে মনে করেন তিনি।
সান আন্তোনিওর কেএসএটি টেলিভিশন জানিয়েছে, শহরের দক্ষিণ উপকণ্ঠে একটি প্রত্যন্ত এলাকায় রেলপথের পাশে ট্রাকটি পাওয়া যায়। পুলিশের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোন মন্তব্য জানা যায়নি। তবে লরি থেকে উদ্ধার হওয়া আরও অন্তত ১৬ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগে ২০১৭ সালের জুলাই মাসে ওয়াল-মার্ট পার্কিং লটে সান আন্তোনিওতে ট্র্যাক্টর-ট্রেলারে পরিবহন করার পরে ১০ জন অভিবাসী মারা গিয়েছিল।