আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে বন্দুক হামলায় ৩ মার্কিনি নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ৩ জন।
শনিবার (২৬ ডিসেম্বর) স্থানীয় সময় ৬টা ৫৫-এর দিকে রকফোর্ড শহরের ডন কার্টার লেন-এ হামলার খবর পায় পুলিশ। নিরাপত্তা সদস্যরা সন্দেহভাজন হামলাকারীকে আটক করেছে।
পুলিশের ভাষ্য, হামলাকারী এলোপাতাড়ি হামলা চালালে হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন অপ্রাপ্তবয়স্ক। কী কারণে সাধারণ মানুষের ওপর হামলা চালানো হয়েছে, এ বিষয়ে এখনো নিশ্চিত করতে পারেনি ইলিনয় রাজ্য প্রশাসন। ঘটনার পর শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সেখানে বেশ আতঙ্ক বিরাজ করছে। হামলার সঙ্গে কোনো সন্ত্রাসী গোষ্ঠী জড়িত কিনা বিষয়টি তদন্ত করা হচ্ছে।
স্থানীয় গণমাধ্যম রকফোর্ড রেজিস্টার স্টার জানিয়েছে, ১৯৬৫ সালের পর থেকে এবারই চলতি বছর ২০২০ সালে এই অঙ্গরাজ্যে ৩৫ জনের মত নিহত হয়েছেন। যা ১৯৯৬ সালের রেকর্ড মৃত্যু ৩১ জনকে ছাড়িয়ে গেছে।
এর আগে বড়দিনে টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিলের ভয়াবহ বিস্ফোরণকে সম্ভাব্য আত্মঘাতি হামলা বলছে পুলিশ। বিস্ফোরণ স্থলে মানুষের দেহাবশেষ পাওয়ায় এমন সন্দেহ করা হচ্ছে। শুক্রবারের ঐ হামলায় তিন জন আহত ও কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্থ হয়। সূত্র: ডেইলি হেরাল্ড।