কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ৩ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
আজ রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার গাংরা-পদুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
হাইওয়ে পুলিশ জানায়, দুপুরে ঘাংরা এলাকায় হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই বাসে থাকা ৩ যাত্রী নিহত হন। এছাড়া আহত হয় আরও ১০ জন। পরে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার তৎপরতা শুরু করে। এ সময় তারা তিন যাত্রীর মরদেহ উদ্ধার করে। আর আশঙ্কাজনক অবস্থায় ৭ যাত্রীকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মিয়ারবাজার হাইওয়ে থানার ওসি জসিম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৩ জনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এছাড়া চিকিৎসার জন্য আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
আজ ৪ঠা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | শীতকাল | ১৭ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:৫০ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ এমআরবি