একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩ হাজার ৬৫ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে আজ। বাছাই প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় প্রকাশ করবে বৈধ প্রার্থীর তালিকা। নির্বাচন কমিশনও প্রার্থী যাচাইয়ের জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে। ঋণখেলাপি সনাক্ত করতে প্রার্থীদের তালিকা ইতিমধ্যে পাঠানো হয়েছে বাংলাদেশ ব্যাংকে। গত ২৮ নভেম্বর ছিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। তফসিল ঘোষণার পর থেকে শুরু হওয়া এ প্রক্রিয়ায় মনোনয়নপত্র দাখিল করেন ৩ হাজার ৬৫ জন প্রার্থী। এর মধ্যে আওয়ামী লীগের ২৮১ জন, বিএনপির ৬৯৬ জন, জাতীয় পার্টির ২৩৩ জন এবং অন্যান্য রাজনৈতিক দলের ১ হাজার ৩শ ৫৭জন প্রার্থী মনোনয়নপত্র জামা দেন। এর বাইরে স্বতন্ত্র প্রার্থী জমা দেন ৪৯৮ জন। আগামী ৯ ডিসেম্বরের মধ্যে বৈধ প্রার্থীরা তাদের প্রার্থীতা প্রত্যাহার করতে পারবেন। ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ এবং ১১ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে প্রচার-প্রচারণা।