নিজস্ব প্রতিবেদকঃ যশোর-মাগুড়া রোড, বাহাদুরপুর বাজার পাঁকা রাস্তার উপর হতে শরীয়তপুর হতে বেনাপোলগামী ফেম পরিবহনের একটি বাস তল্লাশি করে ৩.৫ কেজি ওজনের ৩০ টি স্বর্নের বারসহ ৩ জন আসামি আটক করেছে ৪৯ বিজিবি সদস্যারা।
গতকাল সোমবার (৩০ নভেম্বর ) এ স্বর্ণসহ আসামিদের আটক করার পর বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় যশোর-৪৯-বিজিবি।
যশোর-৪৯-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল সেলিম রেজা, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত হুন্ডি, মাদক, চেরাচালান ও স্বর্ণ আটকের নিমিত্তে বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতাসহ অভিযান জোরদার করা হয়েছে।
এছাড়াও, করোনাকালীন সময়ে চোরাকারবারীদের যেকোন তৎপরতা ও কর্মকান্ড রহিত করনের লক্ষে বিশেষ গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি ও অপারেশনাল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যার ফলশ্রুতিতে অদ্য ৩০ নভেম্বর ২০২০ তারিখ ব্যাটালিয়ন সদর হতে সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন এর নেতৃত্বে একটি বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে ৩.৫ কেজি ওজনের ৩০ টি স্বর্নের বারসহ ৩ জন আসামি আটক করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২,৪১,৫০,০০০ টাকা। উদ্ধারকৃত স্বর্ণের বার ও আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।