মোঃলোকমান হোসেন,যশোর জেলা প্রতিনিধি:-যশোর র্যাব-৬ ক্যাম্পের সদস্যরা(শনিবার২৬শে জানুয়ারি) রাতে সদর উপজেলার তফসীডাঙ্গা গ্রামের নতুন স’ মিলের সামনে থেকে ভারতীয় চা পাতার গুড়াসহ চার নারী চোরাচালানীকে গ্রেফতার করেছে।এ সময় তাদের দখল হতে ২শত ২০ কেজি ভারতীয় চা পাতা গুড়া উদ্ধার দেখিয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন,যশোর শহরের পশু ডাক্তার আব্দুর রাজ্জাকের বাড়ির ভাড়াটিয়া স্বামী পরিত্যক্তা ইলিয়াস মন্ডলের মেয়ে মোছাঃশরিফা বেগম,একই বাড়ির স্বামী পরিত্যক্তা মৃত নুর মোহাম্মদ মোড়লের মেয়ে তাছলিমা,আব্দুল হামিদ মোড়লের মেয়ে ও আব্দুল আজিজ এর স্ত্রী মোছাঃতাছলিমা বেগম ও একই বাড়ির আব্দুল হামিদ খানের স্ত্রী ও আমির আলী গাজীর মেয়ে শিরিনা বেগম। গ্রেফতারকৃতদের কোতয়ালি মডেল থানায় সোপর্দ করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-৬ যশোর ক্যাম্প সুত্রে জানাগেছে,শনিবার রাত আনুমানিক সাড়ে ৯ টায় গোপন সূত্রে খবর পান যশোরে মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকা দিয়ে যাত্রীবাহী বাসে ভারতীয় চা পাতা গুড়া নিয়ে চোরাচালানীরা আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে রাত ১০ টায় পুলেরহাট হতে রাজগঞ্জ সড়কের তফসীডাঙ্গা নতুন স’ মিলের সামনে যশোর গামী যাত্রীবাহী বাস থামার সংকেত দেয়। বাসটি থামার সাথে সাথে উক্ত বাসের মধ্যে থাকা উক্ত নারীদের দখল হতে ২২০ প্যাকেট অর্থাৎ ২শত ২০ কেজি ভারতীয় চা পাতার গুড়া উদ্ধার করে।পরে তাদেরকে রাতে কোতয়ালি মডেল থানায় সোপর্দ করে চোরাচালানী আইনে মামলা দেওয়া হয়েছে।রোববার গ্রেফতারকৃত নারীদের আদালতে কোতয়ালী থানা পুলিশ প্রেরণ করেন।