মোঃলোকমান হোসেন,যশোর জেলা প্রতিনিধি:-যশোরের মনিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান নাজমা খানম।তিনি নৌকা প্রতীক নিয়ে লড়বেন।তার মনোনয়নে ক্ষুব্ধ আওয়ামী লীগের ৪ নেতা।দলীয় প্রার্থীকে চ্যালেঞ্জ করে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তারা। ইতোমধ্যে মনোনয়নপত্রও সংগ্রহ করেছেন।ভোটের মাঠে আওয়ামী লীগ নেতাকে চার বিদ্রোহী মোকাবেলায় হিমশিম খেতে হবে। পঞ্চম উপজেলা নির্বাচনে চতুর্থধাপে আগামি ৩১ মার্চ যশোরের ৮ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
জানা যায় মণিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খানম। তাকে ছাড় দিতে নারাজ আওয়ামী লীগের অন্তত ৪জন বিদ্রোহী প্রার্থী। তারা হলেন,বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আমজাদ হোসেন লাভলু,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন,আওয়ামী লীগ নেতা কামরুল হাসান বারী,হাবিবুর রহমান খান।দলের বিদ্রোহীদের মোকাবেলায় নতুনমুখ নাজমা খানমকে বেগ পেতে হবে।
বর্তমান উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবো।শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকবো। দলের হাইকমান্ড স্বতন্ত্র প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোন নিষেধ করেনি।
এ প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন বলেন,বিদ্রোহী প্রার্থীদের ব্যাপারে কেন্দ্রের কোন নির্দেশনা এখনও আসেনি।নিদের্শনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।