মোঃ লোকমান হোসেন,যশোর প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার সাদিপুর ও শিকড়ী সীমান্তে পৃথক অভিযানে ১৪৬৪ বোতল ভারতীয় ফেনসিডিল সহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা।
সাদিপুর সীমান্তে গলাচিপা পোষ্ট এলাকা থেকে ১৩৯৪ বোতল ও শিকড়ী সীমান্ত থেকে ৭০ বোতল।
রোববার (১৫ নভেম্বর)ভোরে তাদেরকে আটক করা হয়।আটককৃত মাদক ব্যাবসায়ীরা হলেন- বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর গ্রামের কাশেমের ছেলে মোহাম্মদ মিজান (২৯), একই গ্রামের আফসার গাজীর ছেলে জাহিদুল ইসলাম (২০) ও বড়আঁচড়া গ্রামের মৃত খালাসীর পুত্র আলী মোহন (২৭)। অপরদিকে শিকড়ী সীমান্তে আটককৃতরা হলেন-মৃত নুর ইসলামের ছেলে মিজানুর রহমান (৩৫)।
৪৯, বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সেলিম রেজা সাংবাদিক লোকমান হোসেনকে জানান, করোনা পরবর্তীতে মাদক চোরাচালানীরা আবার সক্রিয় হয়ে উঠেছে। তারই ধারাবাহিকতায় আজ ভোরে গোপন সংবাদের ভিক্তিতে সাদিপুর সীমান্তে গলাচিপা নামক পোস্ট এলাকা থেকে শূন্য রেখার ১০০ গজ ভিতরে ১৩৯৪ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী ও শিকড়ী সীমান্তে থেকে ৭০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
তিনি আরো জানান,আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।