মোঃলোকমান হোসেন,যশোর জেলা প্রতিনিধি:-যশোর ডিবি পুলিশ অভিযান চালিয়ে একহাজার বোতল ফেনসিডিল ও একটি প্যারাডো গাড়িসহ হৃদয় হোসেন বাবু(৩৫)নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে। আটককৃত বাবু ঢাকার ধামরাই ইসলামপুর কান্দিকুল গ্রামের আজাদ খানের ছেলে।এসময় আরো দুই মাদক বিক্রেতা পালিয়ে যায়।এদের একজনের নাম আক্কাস বাড়ি,ঢাকার হেমায়েতপুরে।আর একজনের পরিচয় পাওয়া যায়নি। আহত বাবুকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।উন্নত চিকিৎসা ও প্রিজন সেলের সুবিধার কারণে বাবুকে দুপুরে খুলনা মেডিকেল কলেজে স্থান্তান্তর করা হয়েছে।
যশোর(ডিবি)ওসি মারুফ আহম্মেদ জানান,গোপনে খবর পান সীমান্ত থেকে মাদকের একটি বড় চালান ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে।এখবরের ভিত্তিতে রোববার রাত আনুমানিক ৪টার দিকে ওসি মারুফের নেতৃত্বে ডিবির একটি টিম কেশবপুর থেকে একটি ছাই রঙের প্যারাডো গাড়ি ধাওয়া করে।পুলিশ আগেই এসে কেশবপুর মোড়ে অবস্থান নেয়।পুলিশের ধাওয়া খেয়ে গাড়িটি পাটকেলঘাটা বগামোড় দাতপুর এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে পাকা রাস্তার উপর উল্টে যায়।এতে গাড়িচালক মাদক বিক্রেতা বাবু গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।গাড়ির নিচে চাপা পড়ায় বাবু বুকে প্রচন্ড আঘাত পান।এসময় গাড়ির ভিতর থাকা মাদক বিক্রেতা বাবুর সহযোগী আক্কাসসহ দুজন পালিয়ে যান।পুলিশ বাবুকে আটক করে হাসপাতালে ভর্তি করে।গাড়ির ভিতর থেকে পুলিশ একহাজার বোতল ফেনসিডিল উদ্ধার করে ও গাড়িটি পুলিশ হেফাজতে নেয়।
জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শফিউল্লাহ সবুজ জানান,বাবুর বুকের আঘাত গুরুতর হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজে স্থান্তান্তর করা হয়।খুলনা মেডিকেলে প্রিজন সেল থাকায় নিরাপত্তার স্বার্থে বাবুকে সেখানে স্থানান্তর করা হয়েছে। এঘটনায় মামলা হয়েছে।