মোঃলোকমান হোসেন, যশোর জেলা প্রতিনিধি:-যশোরের চৌগাছার চারাবাড়ি গ্রামে নিহত আওয়ামীলীগ নেতা আব্দুল বারিক হত্যা মামলার এজহারভূক্ত চার আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৭ ফেব্রুয়ারী রোববার সকাল সাড়ে নয়টার দিকে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে উপজেলার ফুলসারা ইউনিয়নের চারাবাড়ি ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বারিককে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।এসময় বারিকের বড়ভাই আনিছুর রহমান গুরুতর আহত হন।আনিছুর বর্তমানে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, চারাবাড়ি গ্রামের এলাহী বক্সের ছেলে মামলার এজহার নামীয় ২নং আসামী ঠান্ডু,৩নং আসামী নজরুল ও ঠান্ডুর ছেলে ১৩নং আসামী শিমুল এবং একই গ্রামের মৃত জাফর আলীর ছেলে শিমুল।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি)রিফাত খান রাজীব বলেন (রোববার ২৪শে ফেব্রুয়ারি) ভোররাতে নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানার একটি এলাকা থেকে রূপগঞ্জ থানা পুলিশের সহায়তায় এক বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এর আগে ১৮ ফেব্রুয়ারী রাতে নিহতের পিতা আব্দুল আজিজ বিশ্বাস চৌগাছা থানায় ১৭ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।যার নং-১৩ তারিখ-১৮/০২/১৯।
আব্দুল আজিজ বিশ্বাস লিখিত এজহারে উল্লেখ করেন আসামীরা জামাত-বিএনপির চিহ্নিত সন্ত্রাসী। তাদের নামে একাধিক মামলা রয়েছে।এসব আসামীরা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে ২৮ ডিসেম্বর-১৮ আওয়ামী লীগে যোগদান করে।যোগদানের পর থেকে তারা এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছে।তারা ইতিপূর্বে আমার ছেলেকে হত্যার হুমকি দেয়ায় আমি হত্যাকান্ডে জড়িত নান্নু, ঠান্ডু, আরিফ, সুজাত ও বাবলুর নামে চৌগাছা থানায় জিডি করি।এরপরও তারা (১৭ ফেব্রুয়ারী রোববার) সকালে আসামী বিল্লালের নেতৃত্বে আমার ছেলেকে গাছিদা ও চাপট দিয়ে কুপিয়ে ঘটনাস্থলেই হত্যা করে। সেসময় সন্ত্রাসীরা আমার অপর ছেলে আনিছুরকেও কুপিয়ে মারাত্মকভাবে জখম করে।সে বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।
হত্যাকান্ডের ঘটনার আটদিনের মাথায় উল্লেখিত আসামীরা গ্রেপ্তার হলো।