মোঃলোকমান হোসেন,যশোর জেলা প্রতিনিধি:-যশোরের চৌগাছা উপজেলা জামায়াতের ৭ নেতাকর্মীকে নাশকতা প্রচেষ্টার একটি মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।(রোববার২৪শে ফেব্রুয়ারি)দুপুরে আত্মসমর্পন করে জামিন আবেদন করলে যশোরের জেষ্ঠ বিচারিক হাকিম বুলবুল আহমেদের আদালত তাদের জামিন নামুঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আত্মসমর্পনকারী নেতাকর্মীরা হলেন,যশোর চৌগাছা পৌর জামায়াতের আমীর ও হাজরাখানা পীর বলুহ দেওয়ান দাখিল মাদরাসার সহকারী মৌলভী শিক্ষক মাওলানা আব্দুল খালেক, পাতিবিলি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী ও পুড়াহুদা মাধ্যমিক বিদ্যালয়ের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষক মাওলানা মিজানুর রহমান,চৌগাছা কামিল মাদরাসার অধ্যক্ষ ও উপজেলা পরিষদ শাহী জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল লতিফ,স্বরুপদাহ মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুর রহমান, চৌগাছা বাজারের বিশিষ্ট বেকারী ব্যবসায়ী আবু বকর সিদ্দিক ও হাজীপুর গ্রামের জামায়াত কর্মী জাহিদুল ইসলামসহ সাতজন।
উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমির মাওলানা গোলাম মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
২০১৮ সালের ২২ অক্টোবর উপজেলার হাকিমপুর দাখিল মাদরাসা মাঠে বসে নাশকতা পরিকল্পনা করার অভিযোগে তাদের বিরুদ্ধে চৌগাছা থানায় একটি মামলা দায়ের হয়।যার নং ২৭।এই মামলায় জামিন নিতে তারা রোববার যশোরের জেষ্ঠ বিচারিক হাকিম বুলবুল আহমেদের আদালতে আত্মসমর্পন করেন।