মোঃলোকমান হোসেন, যশোর জেলা প্রতিনিধি:-একাদশ সংসদ নির্বাচনে যশোরের ছয়টি আসনে বিজয়ী নৌকার প্রার্থী ছাড়া বাকী ৩১জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। যশোরে ৩৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন। গণপ্রতিনিধিত্ব আইন-১৯৭২অনুযায়ী কোনও প্রার্থী নির্বাচনে প্রদত্ত (কাস্টিং ভোট) ভোটের ১২ দশমিক ৫ শতাংশের কম ভোট পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে।সেই হিসেবে যশোরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছাড়া কেউ শর্তানুযায়ী ভোট পাননি। ফলে বিএনপির ছয় প্রার্থীসহ ৩১জন পরাজিত প্রার্থীই তাদের প্রত্যেকে ২০ হাজার টাকার জামানত হারিয়েছেন। যশোরের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ আব্দুল আওয়াল স্বাক্ষরিত প্রাথমিক বেসরকারি ফলাফল দেখা গেছে, যশোর জেলায় মোট ২০ লাখ ৯২ হাজার ৪শ’ ৭২ জন ভোটারের মধ্যে ১৭ লাখ ২৫ হাজার ৫৩৪ জন ভোটাধিকার প্রয়োগ করেছে। যা গড়ে ৮৩ দশমিক ২০ শতাংশ ভোট পড়েছে। এরমধ্যে যশোর-১(শার্শা) আসনে ভোট পড়েছে ২ লাখ ২০ হাজার ৪৫টি। যা মোট ভোটের ৮৩ দশমিক ৪৮ ভাগ।এই আসনে জামানত হারিয়েছেন বিএনপির মফিকুল হাসান তৃপ্তি (প্রাপ্ত ভোট ৪ হাজার ৯৮১),ইসলামীআন্দোলনের মোঃ বক্তিয়ার রহমান(প্রাপ্ত ভোট ১ হাজার ৩৩০)ও জাকের পার্টির সাজেদুর রহমান ডব্লিউ(প্রাপ্ত ভোট ১ হাজার ১৭৭)। যশোর-২(ঝিকরগাছা-চৌগাছা) আসনে ৩ লাখ ৪৫ হাজার ৬২২ ভোট পড়েছে। যা মোট ভোটের ৮৫ দশমিক ৭৩ ভাগ। এই আসনে জামানত হারিয়েছেন ধানের শীষের প্রার্থী আবু সাঈদ মোহাম্মদ শাহাদাৎ হুসাইন(১৩ হাজার ৯৪০ ভোট),বাংলাদেশ জাতীয় পার্টির বিএম সেলিম রেজা(১ হাজার ২৫ ভোট),বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের আলাউদ্দিন(৫৯১ ভোট), ইসলামী আন্দোলনের মোঃ আসাদুজ্জামান(৩ হাজার ৩ ভোট), গণফোরামের এম আছাদুজ্জামান (৭৭ ভোট)ও জাতীয় পার্টির ফিরোজ শাহ্(১হাজার ১৮২ ভোট)। যশোর-৩(সদর)আসনে ৪ লাখ ১ হাজার ১৩৬ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন।যা মোট ভোটের ৭৬ দশমিক ৬৫ ভাগ। এই আসনে জামানত হারিয়েছেন বিএনপির প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত(৩১ হাজার ৭১০ ভোট),জাতীয় পার্টির মোঃজাহাঙ্গীর আলম(১হাজার ৬৯ ভোট),জাকের পার্টির মনিরুজ্জামান মনির(১ হাজার ৬৬৭ ভোট),বিকল্পধারার মারুফ হাসান কাজল (প্রাপ্ত ৯১৪ ভোট) ও জেএসডির সৈয়দ বিপ্লব আজাদের (২৫ ভোট। যশোর-৪(অভয়নগর-বাঘারপাড়া) আসনে ৩ লাখ ১৬ হাজার ৩শ’ ৩৮ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। যা মোট ভোটের ৮১ দশমিক ৭৪ ভাগ। জামানত হারিয়েছেন বিএনপির প্রার্থী টিএস আইয়ুব(৩০ হাজার ৮শ’ ৭৪),জাতীয় পার্টির মোঃজহুরুল হক(প্রাপ্ত ভোট ১হাজার ৯৬৬),ইসলামী আন্দোলন নাজমুল হুদা(৫ হাজার ৬৯৮), বাংলাদেশ জাতীয় পার্টির লে. ক. (অবঃ)এম শাব্বির আহমেদ (৭৪২ভোট),বিকল্পধারা বাংলাদেশের নাজিম উদ্দিন আল আজাদ(৯৯ ভোট),ন্যাশন্যাল পিপলস পার্টির মোহাম্মদ আলী জিন্নাহ(১৮০ ভোট) ও জাকের পার্টির লিটন মোল্লার(৯০২ভোট)। যশোর-৫(মণিরামপুর)আসনে ২ লাখ ৭৫ হাজার ৭৪ জন ভোট দিয়েছেন।যা মোট ভোটের ৮৬ দশমিক ২১ ভাগ। এ আসনে জামানত হারিয়েছেন ধানেরশীষের প্রার্থী মুহাম্মদ ওয়াক্কাস(২৪ হাজার ৬২১ ভোট),জাতীয় পার্টির এমএ হালিম(৮৮৪ ভোট),ইসলামী আন্দোলনের ইবাদুল হক খালাসি (২ হাজার ৭০৪ ভোট),স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম বারী(৮৫৭ ভোট), জাগপার নিজাম উদ্দিন অমিত (১২৪ ভোট) ও জাকের পার্টির রবিউল ইসলামের(৩৮৪ ভোট)।যশোর-৬(কেশবপুর)আসনে ১ লাখ ৬৪ হাজার ৯৮৫ জন ভোট প্রদান করেছেন। যা মোট ভোটের ৮৫ দশমিক ২৩ ভাগ।এ আসনে জামানত হারিয়েছেন বিএনপির আবুল হোসেন আজাদ(৫ হাজার ৬৫৩ ভোট),ইসলামী আন্দোলনের আবু ইউসুফ বিশ্বাস(১হাজার ১৩০ ভোট),জাতীয় পার্টির মোঃ মাহবুব আলম(৩৪১ভোট) ও জাকের পার্টির মোঃসাইদুজ্জামানের (৩৮০ভোট)।