মোঃলোকমান হোসেন,যশোর জেলা প্রতিনিধি:-যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে কীটনাশক পান করে দুই গৃহবধূ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।মৃত ব্যক্তিরা হলেন, যশোর চৌগাছা উপজেলার শিশুতলা গ্রামের রব্বানীর স্ত্রী বেগম(৫০)ও ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার জয়দিয়া গ্রামের আব্দুল খালেকের স্ত্রী স্বপ্না (৩০)।এ ঘটনায় যশোর কোতয়ালি মডেল থানায় আলাদা আলাদা দুইটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
যশোর জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়,(সোমবার ১৭ ফেব্রুয়ারি)সন্ধ্যারাতে গৃহবধূ স্বপ্না সাংসারিক কলহের এক পর্যায় ঘরে থাকা কীটনাশক পান করে।বাড়ির লোকজন টেরপেয়ে তাকে দ্রুত উদ্ধার করে।পরে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়। তিন ঘন্টা চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।অপর দিকে,গৃহবধূ বেগম (সোমবার ১৭ ফেব্রুয়ারি)বিকেলে স্বামীর উপর রাগ করে কীটনাশক পান করে।বাড়ির লোকজন উদ্ধার করে সোমবার সন্ধ্যায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়।দুই ঘন্টার মধ্যে তিনিও মারা যান।