মোঃলোকমান হোসেন,যশোর জেলা প্রতিনিধি:-থানায় জিডি’র মাধ্যমে সেবা প্রদান,অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স দাম্পত্য কলহের অবসান, পাসপোর্টসহ সকল ধরনের ভেরি ফিকেশনের মাধ্যমে সেবা প্রদান।দিবা-রাত্রি সর্বদা(২৪/৭)টহলের মাধ্যমে জনগনের জান ও মালের নিরাপত্তা নিশ্চিত করনসহ জনগনের যে কোন বিপদে তাদের পাশে থেকে সর্বদা আইনী সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ পুলিশ।এমনি একটি প্রতিপাদ্য দিয়ে যশোরের শার্শা এবং বেনাপোল পোর্ট থানা দিনব্যাপী ব্যাপক বর্মসূচী গ্রহন করে।(রবিবার ২৭ শে জানুয়ারী) র্যালী’র মাধ্যমে দিবসটি’র কর্মসূচী চালু করা হয়।দুটি র্যালীতেই নেতৃত্বদেন শার্শার নব-নির্বাচিত সাংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দীন।এছাড়াও বিশাল ঐ র্যালী উপস্থিত ছিলেন শার্শা উপজেলার নির্বাহী অফিসার পূলক কুমার মণ্ডল,শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু,সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান,যশোর জেলার শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ উদ-দৌলা অলোক সরদার,শার্শা উপজেলার যুগ্ন সম্পাদক সালেহ আহমেদ মিন্টু,যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল,শার্শা উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান,আলেয়া ফেরদৌস,শার্শা সদর ইউপি চেয়ারম্যান সোয়ারাব হোসেন,বেনাপোল ইউপি চেয়ারম্যান বজলুর রহমান,উলাশি ইউপি সদস্য আইনাল হক,বেনাপোল পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এনামুল হক মুকুল,সাধারন সম্পাদক নাসির উদ্দীন,শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রাসেল,বিভিন্ন সরকারী কর্মকর্তা উপস্থিত ছিলেন।র্যালী দুটির তত্ত্বাবধানে আরও ছিলেন,শার্শা থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান,তদন্ত কর্মকর্তা তাসকিম আলম অপর দিকে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম,তদন্ত কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন,এস আই শরীফ হাবীবুর,মনির হোসেন,এহসানুল হক,রিপন দাস,আহাদ আলীসহ পুলিশ কনস্টবল গন।