আগুনে পুড়ে গেছে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৫৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মঞ্চ। আজ এ অনুষ্ঠানে রাষ্ট্রপতি আব্দুল হামিদ যোগ দেয়ার কথা রয়েছে। এ ঘটনায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা শিক্ষার্থীরা হতাশা প্রকাশ করেছেন। তবে অনুষ্ঠান যথাসময়ে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে বলে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। ৫৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানকে কেন্দ্র করে গোটা বিশ্ববিদ্যালয় সেজেছিলো বর্ণিল সাজে। কিন্তু কয়েক মিনিটেই যেন সব কিছু গুঁড়ে বালি হয়ে গেলো। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে নির্মিত প্যান্ডেলের এক পাশে হঠাৎ আগুন লেগে যায় এবং মুহূর্তেই তা পুরো প্যান্ডেলে ছড়িয়ে পড়ে। কয়েক মিনিটেই পুড়ে যায় পুরো অনুষ্ঠানস্থল। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের জয়নুল আবেদিন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে বলে জানান বিশ্ববিদ্যালয় প্রশাসন। বাকৃবি উপাচার্য অধ্যাপক ড.মোহাম্মদ আলী আকবর বলেন, ‘অডিটোরিয়ামে বিশ হাজারেরও বেশি সিট সেখানে আছে। বাকি যারা আছে তাদের জন্য প্যান্ডেল তৈরি করে আমরা বাইরে ব্যবস্থা করবো।’ এ ঘটনায় অতিরিক্ত ডিআইজিকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা। ময়মনসিংহ পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বলেন, শর্ট সার্কিট থেকে এই ঘটনা ঘটেছে। তারপরও তদন্তের সাপেক্ষে আমরা জানতে পারবো।’ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগদান ছাড়াও রোববার রাষ্ট্রপতির হাওর ও চরাঞ্চল উন্নয়ন ইন্সটিটিউট উদ্বোধন করার কথা রয়েছে।