নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে খায়রুল ইসলাম (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ভারতের আসাম রাজ্যের গৌহাটিতে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ের সম্মেলন চলাকালীন এ ঘটনা ঘটলো।
গতকাল মঙ্গলবার (২২ ডিসেম্বর) দিনগত রাতে উপজেলার গোবরাকুড়া সীমান্তের ১১২৪ নম্বর মেইন পিলার (৫-এস) সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত খায়রুল একজন গরু ব্যবসায়ী ও তার বাড়ি হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া গ্রামে।
স্থানীয় সূত্র জানায়, ভারত থেকে গরু পাচারের জন্য গতকাল রাতে ওই সীমান্ত এলাকা দিয়ে আরো কয়েক সঙ্গীসহ গরু ব্যবসায়ী খায়রুল ভারতে যাচ্ছিলেন। সীমান্ত পেরিয়ে নো-ম্যানসল্যান্ডে থাকা অবস্থায় তাদের উদ্দেশ্যে গুলির্বষণ করে ভারতীয় অংশের গাছুয়াপাড়ার বিএসএফ টহল দল। এতে খায়রুল গুলিবিদ্ধ হয় এবং তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে তার সঙ্গীরা। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজিবির গোবরাকুড়া ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মো. উমর ফারুক সীমান্তে এক ব্যক্তি নিহত হওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
হালুয়াঘাট থানার ওসি মাহমুদুল হাসান বলেন,ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে খবর পেয়েছি খায়রুল ইসলাম নামে একজন নিহত হয়েছেন।
উল্লেখ্য, গত ২১ জুন এই হালুয়াঘাট সীমান্তে আব্দুল জলিল (২৬) নামে এক যুবক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত হয়।