নিউজিল্যান্ডের বিপক্ষে ডু অর ডাই ম্যাচে আগুন ব্যাটিং করেন ফখর জামান। মারকুটে ব্যাটিংয়ে ৬৩ বলে তুলে নেন এক অনবদ্য সেঞ্চুরি। সেই শতকে পাকিস্তানকে জয় এনে দেন ফখর জামান।
এই বাঁহাতি ওপেনারকে পুরস্কৃত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শনিবার (৫ নভেম্বর) কিউইদের সঙ্গে ম্যাচ শেষে সেই ঘোষণা দেন পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ।
নিউজিল্যান্ডের ৪০১ রানের পাহাড় তাড়ায় ব্যাট করতে নেমে বিস্ফোরক ইনিংসই খেলতে হতো পাকিস্তানকে। কিন্তু ইনিংসের শুরুতেই বিদায় নেন আব্দুল্লাহ শফিক। তখন পাকিস্তান সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ। আজই কি তাহলে বিশ্বআসর থেকে বিদায় নিচ্ছে পাকিস্তান।
কিন্তু পাশার দান উল্টে দিয়ে দ্বিতীয় উইকেটে অধিনায়ক বাবর আজমের সঙ্গে জুটি গড়েন ফখর জামান। আস্তে আস্তে কিউই বোলারদের ওপর রাজত্ব করতে থাকেন। বাবর ধীরগতিতে খেললেও হাতের ব্যাটকে খাপ খোলা তলোয়ার বানিয়ে দুর্দান্ত রান করেন ফখর। শেষ পর্যন্ত এ দুজন অবিচ্ছিন্ন থাকেন ১৯৪ রানের জুটি গড়ে। ফখর অপরাজিত থাকেন ৮১ বলে ১২৬ রান করে। আর বাবর অপরাজিত থাকেন ৬৩ বলে ৬৬ রানে।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি ডিএলএস পদ্ধতিতে ২১ রানে জিতে সেমিফাইনালে খেলার আশা জিইয়ে রেখেছে পাকিস্তান।
ফখরের দুর্দান্ত ইনিংসে পাকিস্তানের এই জয়ের পর তাকে ফোন করে প্রশংসা করেন পিসিবি প্রধান জাকা আশরাফ। সাথে দিয়েছেন সুসংবাদও। পিসিবি ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে ১০ লাখ পাকিস্তানি রুপি (প্রায় ৪ লাখ টাকা) অর্থপুরস্কার দেওয়া হবে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিজেদের ওয়েবসাইটেও বিষয়টি নিশ্চিত করেছে। এর মানে, নিউজিল্যান্ডের বিপক্ষে করা প্রতিটি রানের জন্য ফখর পাচ্ছেন ৭৯৩৬ পাকিস্তানি রুপি।
আগামী ১১ নভেম্ব কলকাতার ইডেন গার্ডেনে নিজেদের পরবর্তী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম