আগামীকাল সোমবার (২৪ অক্টোবর) বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন অধিনায়ক সাকিব আল হাসান।
সংবাদ সম্মেলনে মিডিয়ার প্রতি রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ অধিনায়ক।
তার কাছে প্রশ্ন ছিল, একমাত্র লিটন দাসই ইনিংস উদ্বোধনে নিয়মিত পারফর্ম করছেন। তবুও তাকেই কেন সরিয়ে দেয়া হচ্ছে ওই জায়গা থেকে, এর ব্যাখ্যা কী? উত্তর না দিয়ে সাকিবের পাল্টা প্রশ্ন, ‘আপনার কি মনে হয় লিটন ওপেন করলেই আমরা জিতব?’ কেন এমন প্রশ্ন-এর ব্যাখ্যা দিতে গেলেন সাংবাদিক।
সাকিব এবার বললেন, ‘আপনি যেভাবে বলছেন, ডিসিশন মেকারের জায়গায় আপনাকে রাখতে হবে।’ নেদারল্যান্ডস তুলনামূলকভাবে সহজ প্রতিপক্ষ কি না- এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘বিশ্বকাপে নিশ্চিত যে পাঁচটা ম্যাচ আছে, এর জন্য প্রস্তুতি নিয়ে এসেছি। এখানে আমরা যার সঙ্গে খেলি, প্রস্তুতি একই রকম থাকবে। সেটা নেদারল্যান্ডস, পাকিস্তান, ভারত, জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা- সবার সঙ্গে একই থাকবে। প্রস্তুতি বা চিন্তায় কোনো পরিবর্তন আসবে না। আর তারা কিন্তু কোয়ালিফাই করে ডিজার্ভিং দল হিসেবেই এসেছে। নেদারল্যান্ডস (মূল পর্বে) আসায় বাংলাদেশ স্বস্তি বোধ করছে- এই পারসেপশনও হয়তো আপনারা তৈরি করেছেন।’