মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে আওয়ামী লীগের প্রার্থী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বেসরকারীভাবে জয়ী হয়েছেন। টানা চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। প্রাপ্ত ফলাফল অনুযায়ী ১১২টি কেন্দ্রে ১ লাখ ৩৬ হাজার ৩০৮ ভোট পেয়ে বেসরকারীভাবে জয়ী হয়েছেন তিনি ।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিন (লাঙ্গল) পেয়েছেন ৩ হাজার ৯৮ ভোট। তবে আহমদ রিয়াজ উদ্দিন ভোটের আগের দিন শনিবার ঘোষনা দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান।
এছাড়া মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে সংসদ সদস্য বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
প্রাপ্ত ভোটের ফলাফল অনুযায়ী কুলাউড়া ১০৩টি কেন্দ্রে ‘নৌকা’ প্রতীকে শফিউল আলম চৌধুরী নাদেল ৭৩৫২৮ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ‘ট্রাক’ প্রতীকে এ কে এম সফি আহমদ সলমান পেয়েছেন ১৫১৬৮ ভোট এবং তৃণমূল বিএনপির প্রার্থী এম এম শাহীন ‘সোনালী আঁশ’ প্রতীক নিয়ে পেয়েছেন ১০৫৭৫ ভোট।
অন্যদিকে, মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর- রাজনগর) আসনে প্রাপ্ত ফলাফলে নৌকার প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমান (নৌকা) বেসরকারীভাবে জয়ী হয়েছেন। স্থানীয়ভাবে পাওয়া ফলাফল অনুযায়ী তিনি পেয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৮শ ৪৬ ভোট।
অপরদিকে, মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে সংসদ সদস্য বেসরকারীভাবে জয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী (নৌকা) ড. মো. আব্দুস শহীদ। দু’টি উপজেলার ১৬০টি ভোট কেন্দ্রে ২ লক্ষ ১২ হাজার ৪৫১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | দুপুর ১:৪৯ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি