তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ করোনা মহামারীতে হু হু করে বেড়ে চলেছে রোগীর সংখ্যা, রোগীর অক্সিজেন সংকট নিরসনে মৌলভীবাজার সদর হাসপাতালে ২০টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে সহায়তায় এগিয়ে আসলেন মৌলভবাজার জেলা সমিতি ও জালালাবাদ এসোসিয়েশন ঢাকা। মঙ্গলবার সকালে মৌলভীবাজার সদর হাসপাতালে ২০টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়।
এসময় সাংবাদিকবৃন্দ সহ, হাসপাতালের অন্যান্য চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নতুন যুক্ত ২০টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মোট অক্সিজেন সিলিন্ডার হলো ২৯০ কৌটায়। যা রোগীদের অক্সিজেন সংকট নিরসনে উপকারে আসবে। মৌলভীবাজার জেলা সমিতি ও জালালাবাদ এসোসিয়েশন ঢাকা এর পক্ষে মৌলভীবাজার পৌর মেয়র ফজলুর রহমান ও বিশিষ্ট ব্যবসায়ি সাবেক চেম্বার অব কর্মাসের সভাপতি ডা. এম এ আহাদ সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ ও ভারপ্রাপ্ত তত্ববধায়ক ডা. বিনেন্দু ভৌমিক এর কাছে এসব অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়।