তিমির বনিক, মৌলভীবাজারঃ সারাদেশে করোনা সংক্রমণের হারে সনাক্ত করন বিপরীতে ১৯.০৯ শতাংশ, সেখানে মৌলভীবাজারে করোনা সংক্রমণের হার ২০.০৪ শতাংশ। এই তথ্য নিশ্চিত করে মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ জানান, সংক্রমণের দিক থেকে এক নাম্বারে আছে মৌলভীবাজার এই তথ্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমাদেরকে জানানো হয়েছে।
এ দিকে করোনার সংক্রমণের শীর্ষে থাকায় জেলায় সব ধরণের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া আরো জানিয়েছেন, জেলাব্যপী সবধরণের গনজমায়েত নিষিদ্ধ। বিয়ে, ওয়াজ, কীর্তন কিছুই করা যাবেনা। এত দিন আমরা স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে প্রচার চালিয়ে আসছিলাম আগামীকাল ১লা এপ্রিল থেকে জেলাব্যাপী সচেতনতা আরও গতি বৃদ্ধি করা হবে। সেই সাথে বন্ধ থাকবে সব পর্যটন স্পট এবং মাস্ক বিহীন কাউকে ঘর থেকে বের না হওয়া ও রাত ১০ টার পর বাহিরে বিশেষ প্রয়োজন ছাড়া ততক্ষনাত আইনের আওতায় আনা হবে বলে সর্তক বার্তা প্রদান করেন।