সারাদেশে দ্বিতীয় দফায় বিএনপি ও জামায়াত সহ সমমাননা দলের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে প্রথম দিনে মৌলভীবাজার জেলা ছাত্রদল মশাল মিছিল করেছে।
রবিবার (৫ নভেম্বর) রাতে মৌলভীবাজার শহরের বিভিন্ন এলাকা থেকে একত্রিত হয়ে মশাল মিছিলটি বের হয়ে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়ক-সহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নেতৃবৃন্দ। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা ১দফা দাবিতে সরকার বিরোধী ও অবরোধের সমর্থনে নানান স্লোগান দেন।
জানা যায়, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সভাপতি মোঃ রুবেল আহমেদ এর নেতৃত্বে ছাত্রদলের ৪০ থেকে ৫০ জনের একটি দল মশাল হাতে স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল বের করে। এ মিছিল প্রায় ৩০ মিনিটের মতো প্রদক্ষিন করে মিছিল নিয়ে সবাই সটকে পড়েন।
মৌলভীবাজার জেলা ছাত্রদলের সভাপতি মোঃ রুবেল আহমেদ বলেন, এই অবৈধ সরকারের বিরুদ্ধে আমাদের অবস্থান কর্মসূচি চলছে। সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনী আমাদের নেতাকর্মীদের ওপর অত্যাচার নির্যাতন চালাচ্ছে। তাই বলে আওয়ামী পুলিশের ভয়ে রাজপথ ছাড়বো না। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে। এছাড়া আজকে মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলাতে অবরোধ কর্মসূচির সমর্থন জানিয়ে উপজেলা ছাত্রদলের উদ্যোগে মশাল মিছিল বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ছাত্রদলের নেতা কর্মীরা।
মশাল মিছিলের খবর পাওয়ার পর মৌলভীবাজার মডেল থানার ওসি মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী বলেন, মিছিলের খবর আমাদের কাছেও এসেছে, কিন্তু তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে তাদের কোনো আলামত পাওয়া যায়নি।
আজ ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:৫৬ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি