তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর উদ্যাগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় শহিদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের আহ্বায়ক সিতার আহমদ ও সদস্য সচিব মশাহিদ আহমদ এর নেতৃত্বে র্যালিটি চৌমোহনাস্থ সেন্ট্রাল রোডের (সোনালী ব্যাংক এর বিপরীতে) অনলাইন প্রেসক্লাব থেকে শুরু হয়ে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-চ্যানেল এস এর হেড অফ নিউজ ও বিশিষ্ট নাট্য ব্যাক্তিত্ব খালেদ চৌধুরী, অঞ্জন প্রসাদ রায় চৌধুরী (দৈনিক বঙ্গ জননী), জোসেফ আলী চৌধুরী (দৈনিক নয়া বঙ্গবাজার), তিমির বনিক (দৈনিক পর্যবেক্ষণ), শাহ মোহাম্মদ রাজুল আলী (দৈনিক ভোরের চেতনা), চিনু রঞ্জন তালুকদার (দৈনিক গণমুক্তি), আব্দুল মুকিত (জনতার দলিল), এনআর মিডিয়া সম্পাদক ও প্রকাশক নাছরিন প্রিয়া,শাহ ফজলুর রহমান (দৈনিক আলোকিত সকাল), মোঃ রিপন আহমদ (দৈনিক দেশসেবা), রাশেদ আহমদ (সাপ্তাহিক ইশারা)। পুষ্পস্তবক অর্পণ শেষে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে সেন্ট্রাল রোডে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন।
এ সময় আরো মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, মানবসভ্যতার ইতিহাসে ঘৃণ্য ও নৃশংসতম হত্যাকাণ্ডের কালিমালিপ্ত বেদনাবিধুর শোকের দিন ১৫ আগস্ট। বাঙালির মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিরঞ্জীবী তাঁর চেতনা অবিনশ্বর। বাঙালি জাতির অস্থিমজ্জায় মিশে আছেন। প্রজন্ম থেকে প্রজন্মের কাছে অবিনাশী চেতনা ও আদর্শ চির প্রবাহমান থাকবে। জাতির পিতার স্বপ্ন ছিলেন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বৈষম্যহীন, অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠা করতে। বঙ্গবন্ধু বাংলাদেশের জনগণের মুক্তির যে স্বপ্ন দেখেছিলেন তার সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে ক্ষুধা ও দারিদ্র্যকে জয় করে বিশ্বসভায় একটি উন্নয়নশীল, মর্যাদাবান জাতির কাতারে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। সারাবিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে প্রতিবিম্বের মত করে।