তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে নির্দেশনা অমান্য করে মাস্ক পরিধান না করা স্বাস্থ্যবিধি লংঘন ও অমান্য করার জন্য ৬০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা ও আদায় করা হয়।
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে তদারকি জেলাব্যাপী অভিযানে প্রত্যেক উপজেলায় নির্বাহী অফিসার, সহকারী কমিশনার(ভূমি) ও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ কর্তৃক অভিযান পরিচালিত মোবাইল কোর্টে স্বাস্থ্যবিধি ভঙ্গ করে নির্দেশনা অমান্য করায় রবিবার (৩০ জানুয়ারি) ৬০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সর্বমোট ১৮ হাজার ৭ শত টাকা অর্থদন্ড প্রদান করা হয়। সকাল থেকে শুরু হওয়া এই অভিযান চলে বিকেল ৫টা পর্যন্ত।এ অভিযানে সহযোগিতা করেন প্রত্যেক থানার পুলিশের একটি করে দল।
জেলা প্রসাশন সবাইকে সর্তক হওয়া এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নির্দেশনা প্রদান করেন। স্বাস্থ্যবিধি অমান্যকারীগণকে অর্থদন্ড এবং কারাদন্ড প্রদান করা হবে বলে ও জানায়। জেলা প্রসাশন।