তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার শহরের কোর্ট রোর্ডের পৌরসভার সম্মুখ থেকে গোপন তথ্যের ভিত্তিতে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজার শাখা।
জানা গেছে, শুক্রবার (১৯ আগস্ট) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজার এর উপ-পরিচালক মোহাম্মদ হাবীব তৌহিদ ইমামের সার্বিক তত্বাবধানে পরিদর্শক অমর কুমার সেনের নের্তৃত্বে ও বিভাগীয় রেইডিং দলের সহযোগিতায় সদর থানাধীন সরকারি স্কুলের মাঠ থেকে মোঃ শামীম (২৭) কে ৩ হাজার পিস মিথাইল এ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে এক জন’কে গ্রেফতার করা হয়। গ্ৰেফতারের পর তার বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
মৌলভীবাজারের রাজনগর উপজেলার তারাপাশার আবদা গ্ৰামের মোঃ জিরা মিয়ার ছেলে শামীম। আটককৃত ইয়াবা ব্যবসায়ী শামীম পেশাদার মাদক কারবারি বলে জানা গেছে।
এই অভিযানকালে উপস্থিত ছিলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বিভাগীয় সহকারী উপপরিদর্শক মো:আবুল কালাম আজাদ সহ অন্যান্য কর্মকর্তারা।
মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক অমর কুমার সেন এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, উপ-পরিচালক মোহাম্মদ হাবীব তৌহিদ ইমামের সার্বিক তত্বাবধানে আমরা জানতে পারি কক্সবাজার উকিয়া থানা এলাকা থেকে মোঃ শামীম ঢাকা হয়ে মৌলভীবাজার রাজনগর তার বাড়িতে যাওয়ার গোপন খবর পেয়ে সংগীয় ফোর্সসহ পৌরসভার সম্মুখ থেকে ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়েছি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে আজ শনিবার মৌলভীবাজার মডেল থানার মাধ্যমে আদালতে প্রেরন করা হবে।