তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ লকডাউন চলাকালে দ্বিতীয় দিনে সরকার কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞা অমান্য করে দোকানপাট খোলা রাখা এবং অপ্রয়োজনে বাইরে থাকার অপরাধে ১৭৭ ব্যক্তিকে মোট ১ লাখ ৩০ হাজার ৬৯০ টাকা অর্থদন্ড প্রদান এবং ৯০ জনকে আটক করা হয়েছে।
জেলা প্রশাসন সুত্র জানায়, শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মৌলভীবাজার জেলার সকল উপজেলার বিভিন্নস্থানে আইন অমান্য করে শপিংমল, মার্কেট খোলা রাখা, গণপরিবহন ও সিএনজি অটোরিকশা চলাচল, স্বাস্থ্যবিধি না মেনে বাহিরে অবস্থান করায় ১৭৭ ব্যক্তিকে মোট ১ লাখ ৩০ হাজার ৬৯০ টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয় এবং ৯০ ব্যক্তিকে আটক করা হয়।
করোনা ভাইরাসের বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলি/চলাচলে আরোপিত বিধি-নিষেধের সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিতে মৌলভীবাজার জেলা প্রশাসন কর্তৃক গৃহীত কার্যক্রমের অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো শুক্রবার (২ জুলাই) মৌলভীবাজারের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের তত্ত্বাবধানে এবং সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব, আনসার বাহিনীর সহায়তায় উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, সহকারী কমিশনার (ভূমি) গণ ও মৌলভীবাজার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ মৌলভীবাজার জেলাজুড়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন।