তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে ২০ টি স্টল নিয়ে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা-২২ শুরু হয়েছে। রবিবার (৩১ জুলাই) মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে উক্ত মেলার উদ্বোধন করেন মৌলভীবাজার -৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য নেছার আহমেদ।
এছাড়া মেলা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ নেছার আহমেদ বলেন, আমরা একদিকে যেমন গাছ রোপন করছি, ঠিক তেমনি অপ্রয়োজনে অনেক গাছ কেটে ফেলছি। এভাবে এলোপাতাড়ি গাছ কাটার ফলে দিন দিন বন উজাড় হচ্ছে। এতে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী বিলুপ্ত হচ্ছে। তিনি এ বিষয়ে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।
বৃক্ষপ্রাণে প্রকৃতি-প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে মৌলভীবাজার জেলা প্রশাসন এবং বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগ আয়োজিত এই মেলার উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন হয়।
মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে মেলা প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-হবিগঞ্জ (সংরক্ষিত মহিলা) আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসক মো. মিছবাহুর রহমান, পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মো: কামাল হোসেন।
মেলায় স্বাগত বক্তব্য রাখেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগ মৌলভীবাজারের বিভাগীয় বন-কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ,বীর মুক্তিযোদ্ধাগন ,বিভিন্ন নার্সারির মালিক, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ। সপ্তাহব্যাপী মেলা চলবে আগামী ৬ আগষ্ট পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলবে মেলায় কার্যক্রম।