তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলায় কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রম শুরু করেছে কর্তৃপক্ষ। ইতোমধ্যে যে সকল ব্যাক্তি ভ্যাকসিন নেওয়ার জন্য রেজিস্ট্রশন করেছেন কিন্তু এখন পর্যন্ত কোন ভ্যাকসিন পাননি, তাদেরকে এই ভ্যাকসিন দেওয়া হবে। পাশাপাশি বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিকদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দেয়া হবে। মৌলভীবাজার জেলায় সর্ব শেষ ১৯ জুন করোনার নমুনা সংগ্রহের রিপোর্ট অনুয়ায়ী ২৪.৬ ভাগ আক্রান্তের খবর পাওয়া গেছে।
মৌলভীবাজার জেলা সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ সূত্রে জানা যায়, ১৮ জুন ৮ হাজার ৪ শত ডোজ কোভিড-১৯ এর টিকা চীনের দেয়া উপহার সিনোফার্ম কোম্পানীর ভ্যাকসিন মৌলভীবাজারে এসে পৌঁছেছে। শনিবার (১৯জুন) হইতে প্রতিদিন সকাল ৮ ঘটিকা হইতে বিকাল ৩ ঘটিকা পর্যন্ত (সরকারী ছুটির দিন ব্যতীত) শুধু মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিম্নে উল্লেখিত শর্তাবলী পালন সাপেক্ষে কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রম পরিচালিত হবে বলে জানানো হয়। ভ্যাকসিনেশনের প্রথম দিনে ৩২ জন ভ্যাকসিন গ্রহন করেন।
ভ্যাকসিন গ্রহণের অগ্রাধিকার জনগোষ্ঠী নিম্নরুপঃ
১। কোভিড-১৯ ভ্যাকসিনেশনের জন্য নির্ধারিত স্থান বা কেন্দ্রে ইতোমধ্যে যে সকল ব্যাক্তি ভ্যাকসিন নেওয়ার জন্য রেজিস্ট্রশন করেছেন কিন্তু এখন পর্যন্ত কোন ভ্যাকসিন পাননি তাদেরকে এই ভ্যাকসিন দেওয়ার উপযোগী হবে।
২। অগ্রাধিকার প্রাপ্ত সরকারী স্বাস্থ্যকর্মী ও পুলিশ সদস্যবৃন্দ যারা পূর্বে ভ্যাকসিন গ্রহণ করেন নাই।
৩। অগ্রাধিকারপ্রাপ্ত বিদেশগামী বাংলাদেশী অভিবাসী কর্মী। জনশক্তি উন্নয়ন ব্যুরো কর্তৃক অনুমোদিত (রেজিষ্ট্রেশনকৃত)।
৪। সরকারী ও বে-সরকারী মেডিকেল এবং ডেন্টাল কলেজের শিক্ষার্থীগণ।
৫। সরকারী নার্সিং ও মিডওয়াইফ, সরকারী ম্যাটস এবং সরকারী আই এস টি-এর শিক্ষার্থীগণ।
৬। সরকারী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের শিক্ষার্থীগণ।
৭। সারা দেশে কোভিড-১৯ মৃতদেহ সৎকার কাজে নিয়োজিত ওয়ার্ড/পৌরসভারকর্মী। যারা পূর্বে ভ্যাকসিন গ্রহণ করেন নাই।
৮। বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিক।
বিশেষ নির্দেশনাবলী :
১। সাইনোফর্ম ভ্যাকসিন প্রদানের ক্ষেত্রে প্রতিজেলায় (ঢাকা জেলা ব্যাতিত) একটি করে ভ্যাকসিনেশন কেন্দ্র হবে এবং প্রতিটি কেন্দ্রে দুইটি করে বুথ থাকবে।
২। ১ম ডোজ ভ্যাকসিন প্রদানের ২৮ দিন পর ২য় ডোজ প্রদান করতে হবে।
৩। কেন্দ্র পরিবর্তন করে ভ্যাকসিন প্রদান করা যাবে না।
৪। অনিবন্ধিত ব্যক্তি ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন না।
৪। অন্য কোন দেশ থেকে ১ম ডোজ ভ্যাকসিন গ্রহণ করে বাংলাদেশে আসলে ২য় ডোজ ভ্যাকসিন দেওয়া যাবে না।
যাদেরকে ভ্যাকসিন প্রদান করা যাবে না :
অনুর্ধ্ব ১৮ বছর বয়সী জনগোষ্ঠী, গর্ভবতী ও স্তন্যদানকারী নারী, ভ্যাকসিন গ্রহণের সময় জ্বর আক্রান্ত বা অসুস্থ ব্যক্তি, ভ্যাকসিনজনিত অ্যালার্জির পূর্ব ইতিহাস, ১ম ডোজ গ্রহণের পর এল্যার্জি বা এইএফআই হলে, অনিয়ন্ত্রিত দীর্ঘমেয়াদী রোগ যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, স্ট্রোক, যক্ষা, অ্যাজমা/শ্বাসকষ্ট, কিডনি রোগ, ডায়ালাইসিস নিচ্ছেন এমন ব্যাক্তি, ক্যান্সার আক্রান্ত এবং স্বল্প রোগপ্রতিরোধ ক্ষমতার জনগোষ্ঠী।
মৌলভীবাজার জেলা সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ আরও জানান, গত ২৪ ঘন্টায় ৬৫ জনের শরীরে নমুনা সংগ্রহ করে পরীক্ষায় পাঠালে ১৬ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। নমুনা পরীক্ষা অনুযায়ী আক্রান্তের হার ২৪ দশমিক ৬ ভাগ। এ পর্যন্ত জেলায় ২ হাজার ৭ শত ২২ জনের শরীরে করোনা সনাক্ত হয়। সুস্থ হয়েছেন ২ হাজার ৪ শত ৬১ জন। হাসপাতালে চিকিৎসা ভর্তি রয়েছেন ১৭ জন। সরকারী হিসেবে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ৩৩ জন।
তবে করোনায় আক্রান্ত মৃত্যুবরণকারী পরিবারের সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধি থেকে প্রাপ্ত তথ্যে বে-সরকাররি হিসেবে জেলার বাহিরে চিকিৎসা নিতে গিয়ে মোট করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৩ জন।