তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধিঃ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭১ সালে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে সরাসরি অংশগ্রহন ও অসামান্য অবদানের জন্য তৎকালীন সরকার কর্তৃক প্রদত্ত বীর উত্তম খেতাব বাতিলের প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ কর্মসূচী পালিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মৌলভীবাজার জেলা বিএনপি ও সকল অঙ্গসংগঠনের উদ্যোগে আজ রবিবার সকালে শহরে বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
বিক্ষোভ চলাকালে বিএনপির নেতৃবৃন্দ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খেতাব বাতিলের মতো একগুয়েমি সিদ্ধান্ত থেকে সরে আসতে সরকারের প্রতি দাবী জানান। এসময় তারা হুশিয়ারি দিয়ে বলেন, জিয়া খেতাব কারো করুনা ফসল নয়। ৭১ এর স্বাধীনতা যুদ্ধে অসামন্য বীরত্বপূর্ণ ভূমিকা পালনে তাঁকে বীরউত্তম খেতাব দেয়া হয়েছে। মুক্তিযোদ্ধা কাউন্সিল এই খেতাব দেয়নি তাদের অধিকারও নেই তা কেড়ে নেয়ার। আর সেটা করা হলে দেশের মানুষ তা মেনে নেবে না।