তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: আওয়ামী লীগের একাধিক প্রার্থী মনোনয়ন চেয়ে আবেদন জানালেও দলের সিদ্ধান্তের বাইরে কেউ নির্বাচনে অংশ নেয়নি। সোমবার (২৬ সেপ্টেম্বর) তাকে একক প্রার্থী হিসেবে জয়ী ঘোষণা করেন মৌলভীবাজার জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তা মীর নাহিদ আহ্সান।
মিছবাহুর রহমান মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান জেলা পরিষদ প্রশাসক। এর আগে তিনি জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২০ সালে করোনা আক্রান্ত হয়ে স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান মারা যান। তার মৃত্যুতে পদটি শূন্য হলে মিছবাহুর রহমান দলীয় মনোনয়ন নিয়ে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হন।
মিছবাহুর রহমান মৌলভীবাজার রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এবং জেলা ক্রীড়া সংস্থারও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এদিকে সাধারণ সদস্য পদে ৩০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এর মধ্যে শ্রীমঙ্গলের মশিউর রহমান নামের একজন প্রার্থী সাধারণ সদস্য পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক মীর নাহিদ আহ্সান।