তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজারে সকল ইউপি ও পৌরসভায় ১১২টি কেন্দ্রে একযোগে টিকা কার্যক্রম শুরু হয়েছে। এ গণটিকা কার্যক্রম উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্যও আওয়ামীলীগের জেলা সভাপতি নেছার আহমদ।
মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে ও সিভিল সার্জন অফিসের সহযোগীতায় শনিবার (৭আগস্ট) সকালে পৌর এলাকার ১ নং ওয়ার্ডে শাহ মোস্তফা কলেজ কেন্দ্রে মেয়র ফজলুর রহমানের সভাপতিত্বে এ কার্যক্রমের উদ্বোধন করেন নেছার আহমদ এমপি। সকাল থেকেই টিকা নিতে কেন্দ্রে আসছেন সাধারণ মানুষ। এর মধ্যে বয়স্ক নারী-পুরুষের সংখ্যা বেশি। সকলের মাঝে টিকা দিতে আসা জন সাধারণের মাঝে উৎসব মূখর পরিবেশের সৃষ্টি করেছে।
এসময় গণটিকা কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মুহিবুর রহমান, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ।
এ সময় সিভিল সার্জন জানান, সকল মানুষকে টিকার আওতায় আনতে জেলার ৬৭টি ইউনিয়নে ১ টি করে কেন্দ্র ও ৩টি বুথ রয়েছে। আর ৫টি পৌরসভার ৯টি ওয়ার্ডে ১ টি করে কেন্দ্র আর ২টি বুথ আছে। গণটিকা কার্যক্রমে স্পট রেজিষ্ট্রেশন করা যাবে। আজ জেলায় ৪৯২০০ জনকে সিনোফার্মের টিকা দেয়া হবে। এছাড়াও সদর এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা প্রদান কার্যক্রম অব্যাহত আছে। জেলায় ৬ আগস্ট পযন্ত ৬২৫৭০ জনকে সিনোফার্মের টিকা দেয়া হয়েছে।