‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন’—এ প্রতিপাদ্যে মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ মার্চ (২০২৩) ইং রোজ বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের সামনে হইতে শোভাযাত্রা বের হয়।
পরবর্তীতে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে, আমিনা ইসলাম মৌ এর সঞ্চালনায়, প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা তথ্য আপা প্রকল্পের কর্মকর্তা স্বর্ণালী সিনহা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প কর্মকর্তা পজীপ বি আর ডি বি মোর্শেদা খানম , সাংবাদিক সীতারাম বীম, উপজেলা মেডিকেল অফিসার সোমা বেগম, এনজিও প্রতিনিধিগন ও মুন্সীবাজার কিশোর কিশোরী ক্লাবের সদস্য বর্ষা মালাকা প্রমুখ।
ডিবিএন/এসডিআর/মোঃ মোস্তাফিজুর রহমান