তিমির বনিক,মৌলভীবাজার: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে সকাল ১২ ঘটিকায় রোজ শনিবার মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি এবং সাবেক চিফ হুইপ,বাংলাদেশ জাতীয় সংসদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান চেয়ারম্যান, উপজেলা পরিষদ,কমলগঞ্জ,আশেকুল হক, উপজেলা নির্বাহী অফিসার, কমলগঞ্জ গেস্ট অব অনার: ড.সেলু বাসিত,ভাষাবিজ্ঞানী ও সাবেক পরিচালক, জনসংযোগ দপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয় মুখ্য আলোচক: ড. শোয়াইব জিবরান,কবি ও শিক্ষাবিদ এবং অধ্যাপক, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেনঃ আহমেদ সিরাজ,লেখক ও গবেষক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায়ঃ প্রনীত রঞ্জন দেবনাথ।
মোড়ক অনুষ্ঠানটি আয়োজনে : প্রকাশনা অনুষ্ঠান আয়োজক কমিটি। সার্বিক ব্যবস্থাপনায়: সৈয়দ মাসুম ওয়েলফেয়ার ট্রাস্ট,কমলগঞ্জ।
কবি,ছড়াকার ও প্রাবন্ধিক সৈয়দ মাসুম রচিত —
১) বিলেতে কমলগঞ্জের শতজন– জীবনীগ্রন্থ
২) বিধ্বস্ত প্রাচীর– কাব্যগ্রন্থ
৩) অরক্ষিতার আর্তনাদ–কাব্যগ্রন্থ এর— মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত সফল ভাবে মোড়ক উন্মোচন করে এতে গুনি মানি সকলের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।