এশিয়া কাপের ১৬তম আসরে ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত ও শ্রীলঙ্কা। শিরোপা নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামে স্বাগতিক শ্রীলঙ্কা। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের ৪০ মিনিট পর খেলা মাঠে গড়ায়। ব্যাটিংয়ে নেমে স্বস্তিতে নেই লঙ্কানরা। মোহাম্মদ সিরাজ ও জাসপ্রিত বুমরাহর বোলিং তোপে পড়েছে স্বাগতিকরা। মোহাম্মদ সিরাজ ম্যাচের প্রথম ছয় ওভারেই পাঁচ উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কাকে হাঁটুর নিচে নামিয়ে আনে।
ইতোমধ্যে শ্রীলঙ্কা উইকেট ১০ হারিয়ে ফেলেছে। আর তাতে শ্রীলঙ্কার সংগ্রহ ১৫.২ ওভারে ৫০ রান।
শ্রীলঙ্কা তাদের ওয়ানডে ইতিহাসে এর আগে কখনোই ১২ রানে ৬ উইকেট হারায়নি। এশিয়া কাপের ফাইনালে ভারতের বোলারদের তোপে ১২ রানে ৬ উইকেট হারিয়ে লজ্জাজনক রেকর্ড গড়েছে লঙ্কানরা। এর আগে, ২০১২ সালে পার্লে শ্রীলঙ্কা ষষ্ঠ উইকেট হারিয়েছিল ১৩ রানে। সেই ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৩ রানে গুটিয়ে গিয়েছিল তারা। ওয়ানডেতেই ১২ বা এর কম রানে ৬ উইকেট হারানোর ঘটনা আছে মাত্র দুটি। সেই দুইটি রেকর্ডই কানাডার দখলে। দুটি রেকর্ডই কানাডার।
শ্রীলঙ্কা- ৫০ রানে অলআউট। এশিয়া কাপে এটিই এখন সর্বনিম্ন স্কোর।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম