ভারত সফরের তৃতীয় দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের রাষ্ট্রীয় অতিথি ভবন হায়দ্রাবাদ হাউসে শনিবার সকালে দুই নেতার এ শীর্ষ বৈঠক শুরু হয়।
বৈঠকে রোহিঙ্গা ইস্যু, তিস্তা পানি বণ্টন চুক্তিসহ অভিন্ন নদীর ন্যায্য হিস্যা নিয়ে আলোচনা হতে পারে বলে প্রত্যাশা দুই দেশের কূটনীতিকদের।
এছাড়া এবারের সফরে ১২টি সমঝোতা স্মারক ও চুক্তি হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এর আগে সফরকালীন আবাসস্থলে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শংকর।
সুত্র : সময় নিউজ