মোদি ঘোষিত ভারতজুড়ে চলছে ১৪ ঘণ্টার জনতা কারফিউ।
ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩২ জনে। মৃত্যু হয়েছে ৫ জনের।
বৃহস্পতিবার ( ১৯ মার্চ) রাতে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে নরেন্দ্র মোদি করোনা ভাইরাস মোকাবিলায় সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত জনতা কারফিউর ডাক দেন।
মোদির ডাকে সাড়া দিয়ে রবিবার ছুটি ঘোষণা করেছে প্রায় সব সরকারি ও বেসরকারি সংস্থাগুলো। ভারতীয় রেলের ইতিহাসে এই প্রথম মোদির আহ্বানে সমর্থন জানিয়ে ট্রেন বন্ধ রাখা হচ্ছে।
শনিবার ( ২১ মার্চ) মধ্যরাত থেকে রোববার রাত ১০টা পর্যন্ত দেশের কোনো স্টেশন থেকে কোনো প্যাসেঞ্জার ট্রেন ছাড়বে না। রোববার ভোর থেকে বন্ধ থাকবে মেইল ও এক্সপ্রেস ট্রেন।
এদিন কোনো বিমানও চালানো হবে না বলে জানিয়েছে একটি বিমান সংস্থা। অন্যরাও বিমান উড়ানোর সংখ্যা কমিয়ে দিয়েছে।
দিল্লিতে মেট্রো ট্রেন বন্ধ রাখা হয়েছে, তবে কলকাতায় মেট্রো চলবে অর্ধেকের কম। অবশ্য মুম্বাই, পুনে ও নাগপুর ইতোমধ্যেই লকডাইন ঘোষণা করা হয়েছে।
করোনা ভাইরাস ঠেকাতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এবার বাড়ি থেকে কাজ করবেন ভারতীয় সেনাবাহিনীও।
শুক্রবার ( ২০ মার্চ) আর্মি হেডকোয়ার্টারের তরফে জানানো হয়েছে, সেনাবাহিনীর ৩৫% অফিসার এবং ৫০% জেসিও (জুনিয়র কমিশনড অফিসারস) এক সপ্তাহের জন্য বাড়িতে থেকে কাজ করবেন। ২৩শে মার্চ থেকে এই নির্দেশ কার্যকর হবে।