অনেক পরীক্ষা-নিরীক্ষার পর এবার মেসেঞ্জারের বহুল আকাঙ্ক্ষিত ডার্ক মোড ফিচার চালু করেছে ফেসবুক। ফিচারটি উন্নয়নে কাজ চলমান অবস্থায়ই অ্যান্ড্রয়েড এবং আইওএস সংস্করণের জন্য মোডটি চালু করা হয়েছে। বাংলাদেশের বেশকিছু ব্যবহারকারী ফিচারটি পেয়েছেন।
জেনে নেয়া যাক, কীভাবে পাওয়া যাবে এই ডার্ক মোড ফিচারটি-
ডার্ক মোড চালু করতে হলে সবার আগে ম্যাসেঞ্জার অ্যাপ আপডেট করতে হবে। এরপর মেসেঞ্জারে গিয়ে যে কোনো একটি চ্যাটে ক্লিক করতে হবে। সেখানে মেসেজ লেখার জায়গায় পাঠাতে হবে একটি অর্ধেক চাঁদের ইমোজি। সেটি পাঠানো হলেই মেসেঞ্জারের উপর থেকে ঝাঁকে ঝাঁকে অ্যানিমেটেড চাঁদ নেমে আসবে। তারপরেই অপশন আসবে সেটিংসে গিয়ে এই ডার্ক মোডটি চালু করার জন্য।
সূত্র : সময় নিউজ